ঢাকা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের ২৮তম ম্যাচে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে চট্টগ্রাম রয়্যালসকে ৩ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মাত্র ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারের নাটকীয়তায় ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রাজশাহী। এই জয়ের ফলে বিপিএল ২০২৬-এর পয়েন্ট টেবিলের শীর্ষস্থান (১) দখল করল রাজশাহী ওয়ারিয়র্স।
চট্টগ্রামের লড়াকু পুঁজি টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে রাজশাহীর বোলারদের তোপের মুখে পড়ে চট্টগ্রাম রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১২৫ রান। একপর্যায়ে ৯০ রানে ৭ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়লেও শেষদিকের ব্যাটারদের দৃঢ়তায় ১২৫ রানের পুঁজি পায় সাগর পাড়ের দলটি। রাজশাহীর বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করে চট্টগ্রামের বড় সংগ্রহের স্বপ্ন নস্যাৎ করে দেন।
রাজশাহীর স্নায়ুক্ষয়ী জয় ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে। চট্টগ্রামের বোলারদের আঁটসাঁট বোলিংয়ে ম্যাচটি শেষ ওভার পর্যন্ত গড়ায়। শেষ ওভারে জয়ের জন্য যখন মাত্র কয়েক রানের প্রয়োজন, তখন জহান্দাদ খানের বাউন্ডারি ও ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। ৭ উইকেট হারালেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে শান্তর দল।
পয়েন্ট টেবিলের লড়াই এই জয়ের মধ্য দিয়ে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এল রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে সমান ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল চট্টগ্রাম রয়্যালস। দুই দলই ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে, তবে আজকের জয় কোয়ালিফায়ার ১-এর আগে রাজশাহীকে আত্মবিশ্বাসের তুঙ্গে রাখবে।




