ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সময়সীমা পেরোলেও শোকজের জবাব দেয়নি নাজমুল

গত বৃহস্পতিবার বাংলাদের ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত বক্তব্য ঘিরে ক্রিকেটাঙ্গন ছিল তোলপাড়। তবে সারাদিন নাজমুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সেদিন ব্যার্থ হয় বিসিবি।

পরে রাতে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও নাজমুলের কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে শোকজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কোনো জবাব আসেনি।

পরিচালক মিঠু বলেন, ‘তাকে তার কমিটি (অর্থ কমিটির চেয়ারম্যান) থেকে অপসারণ করা হয়েছে। আমরা যেহেতু গঠনতন্ত্রের অধীনে চলি তাই প্রক্রিয়া অনুযায়ী তাকে শোকজ করা হয়। এজন্য সময় দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা। সেই সময়সীমা ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে, তার জবাব দেওয়ার সুযোগ ততক্ষণ পর্যন্ত থাকবে।’

সেই নিয়ম অনুযায়ী আজ (শনিবার) দুপুরে সেই ৪৮ ঘণ্টার মেয়াদ শেষ হয়েছে ক্রিকেটারদের অর্থ সংক্রান্ত বিষয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার সময়। নাজমুলের ইসলামের কাছ থেকে বিসিবি এখনও জবাব পায়নি বলে সন্ধ্যায় গণমাধ্যমকে জানিয়েছেন একজন পরিচালক। তার মতে, এখন পরবর্তী পদক্ষেপ জানা যাবে সভাপতির (আমিনুল ইসলাম বুলবুল) সঙ্গে আলাপের পর।

এর আগে সাংবাদিকদের করা একই প্রশ্নের জবাবে মিঠু জানিয়েছিলেন, ‘লাপাত্তা থাকলে, জবাব না দিলে, তার মানে আপনি জানেন আদালতে যদি মামলা করা হয়, আপনি যদি হাজিরা না দেন, এটার ফল তো আমার ব্যাখ্যা করার দরকার নেই। জবাব না দিলে তার ফল তো পেতেই হবে।’

 

সংবাদটি শেয়ার করুন