ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এই জাতি রক্তঋণে আবদ্ধ: রিজভী

জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে বিএনপি গুম ও খুনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, এই জাতি রক্তঋণে আবদ্ধ, সেই ঋণ পরিশোধ করতেই হবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পুনর্বাসন, সামাজিক প্রতিষ্ঠা এবং তাদের যথাযথ মূল্যায়নের যে প্রতিশ্রুতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বারবার দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে। দেশের জন্য এবং দলের জন্য এসব পরিবারের যে ত্যাগ ও অর্জন, তার কোনো প্রতিদান দেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, হারিয়ে যাওয়া সন্তানদের ত্যাগ, রক্তাক্ত লাশের স্মৃতি উপেক্ষা করে কোনো রাজনৈতিক সাফল্য টেকসই হতে পারে না। এই ত্যাগই গণতন্ত্র প্রতিষ্ঠার ভিত্তি।

বিএনপির এই নেতা বলেন, ৪৪ বছর ধরে যাকে দমন করা যায়নি, যার মাথা নত করা যায়নি, সেই নেত্রী আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শের পতাকা এখন তারেক রহমান বহন করছেন। সেই পতাকা যেন কখনো নুয়ে না পড়ে, সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন