ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূল সরকার ‘জনগণের শত্রু’: মোদি

মালদহে নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালেন।

শনিবারের জনসভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করে তিনি বলেন, রাজ্যে এখন পরিবর্তন অপরিহার্য। তাঁর দাবি, বর্তমান সরকার মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এবং সেই কারণেই বাংলায় নতুন শাসনের প্রয়োজন।

মোদি অভিযোগ করেন, দরিদ্র মানুষের জন্য কেন্দ্রীয় সরকার যে অর্থ পাঠায়, তা তৃণমূল নেতারা আত্মসাৎ করছেন। তিনি তৃণমূল সরকারকে ‘জনগণের শত্রু’ বলে কটাক্ষ করে বলেন, এই নিষ্ঠুর শাসনের অবসান ঘটিয়ে বাংলায় সুশাসন প্রতিষ্ঠার সময় এসে গিয়েছে।

২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সেই লক্ষ্য পূরণে বাংলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিহার, ওডিশা ও ত্রিপুরায় বিজেপি সরকারের উদাহরণ টেনে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এবার পশ্চিমবঙ্গেও মানুষ বিপুল সমর্থনে বিজেপিকে ক্ষমতায় আনবে।

মহারাষ্ট্রের পুরসভা নির্বাচন এবং কেরালার তিরুবনন্তপুরমে বিজেপির প্রথম মেয়র নির্বাচিত হওয়ার প্রসঙ্গ তুলে মোদি বলেন, এই ফলাফল ঐতিহাসিক। তাঁর দাবি, তরুণ প্রজন্ম বা জেন-জি বিজেপির উন্নয়ন মডেলের ওপর আস্থা রাখছে এবং সেই ধারা বাংলাতেও দেখা যাবে।

মালদহ ও মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশকে রাজ্যের সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, অনুপ্রবেশের ফলে জনবিন্যাস বদলে যাচ্ছে, এমনকি মানুষের ভাষাতেও পরিবর্তন আসছে। তিনি দাবি করেন, এই অনুপ্রবেশকারীদের মদতেই একাধিক জায়গায় দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে।

মোদি আরও অভিযোগ করেন, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের ভোটার বানানোর রাজনীতি করছে। বিজেপি ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

স্থানীয় সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দেওয়া হয়নি। গঙ্গা ও ফুলহার নদীর ভাঙন রোধে রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধরেন তিনি।

মালদহের আমচাষিদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও কোল্ড স্টোরেজ তৈরির প্রতিশ্রুতি দেন। সিএজি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তিনি অভিযোগ করেন, বন্যা ত্রাণ ও রেশনের অর্থ তৃণমূল নেতাদের পকেটে যাচ্ছে। বিজেপি সরকার গঠন হলে দুর্নীতি বন্ধ করে বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

শেষে প্রধানমন্ত্রী বলেন, বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত। এবার সেই বঞ্চনার অবসান ঘটিয়ে উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

সংবাদটি শেয়ার করুন