ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, আসছেন একজন

নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। বিয়ষটি নিয়ে কথা বলতে আইসিসির প্রতিনিধি এন্ড্রু এফগ্রেড বাংলাদেশ সফরে এসেছেন। বিশ্বকাপ ইস্যু নিয়ে গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে তার সঙ্গে বৈঠকে বসেছে বিসিবির প্রতিনিধি দল।

এফগ্রেড হলেন আইসিসি দুর্নীতি দমন বিভাগ ও নিরাপত্তা বিভাগের প্রধান। বিসিবির সঙ্গে বৈঠকের পর সরকারের প্রতিনিধির সঙ্গেও বৈঠকে বসবেন তিনি।

জানা গেছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন তিনি।

কথা ছিল আইসিসি থেকে দু’জন প্রতিনিধি আসবে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে কথা বলতে কিন্তু ওই পরিকল্পনায় ধাক্কা খেয়েছে আইসিসি। ভিসা জটিলতায় একজনের বাংলাদেশে আসা হয়নি। আইসিসির ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ।

এর আগে আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজকে বাদ দিয়েছে বিসিসিআই। এরপর দুই দেশের কূটনৈতিক পরিস্থিতির অবনতি ঘটে। এরপর বিসিবি নিরাপত্তা শঙ্কার কথা বলে ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারের উচ্চ মহলও জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার কোন সম্ভাবনা নেই।

তবে আইসিসি চায়, বাংলাদেশ পূর্বের সূচি অনুযায়ী অর্থাৎ ভারতেই ম্যাচ খেলুক। এর কারণ হিসেবে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপের সকল লজিস্টিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে বিশ্বকাপের ভেন্যুর পরিবর্তন করা অসম্ভব। মূলত ভারতে খেলতে রাজি করাতেই বাংলাদেশে এসেছেন আইসিসির প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন