থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ফুটসালে আজ (শনিবার) বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দল। ম্যাচে দুই দফায় পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত লাল-সবুজের খেলোয়াড়রা এক পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে।
ম্যাচের প্রথমার্ধে ভুটান এক গোলে এগিয়ে গেলেও সুমাইয়া মাতসুসিমার দূরপাল্লার শট দিয়ে সমতা আনে। প্রথমার্ধের স্কোর দাঁড়ায় ১-১।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে, যা কাজে লাগিয়ে ভুটান দুইটি গোল করে এগিয়ে যায়। তবে পিছিয়ে পড়ার পরও সাবিনারা লড়াই থামায়নি। অধিনায়ক সাবিনা নিজেই একটি গোল করে দলকে ফের খেলায় ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত মাসুরা পারভীনের গোল বাংলাদেশের সমতা নিশ্চিত করে। ম্যাচের শেষ মিনিটগুলোতে দুই দলই আর গোল করতে পারেনি, ফলে উভয় দল এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।
বাংলাদেশ নারী দল প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল। ভুটানও তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। সাফ নারী ও পুরুষ ফুটসালে মোট ছয়টি দল অংশ নিচ্ছে, প্রত্যেকে পাঁচটি করে ম্যাচ খেলবে। লিগ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দলকে সরাসরি চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
বর্তমানে বাংলাদেশ পুরুষ দল দুই ম্যাচে এক পয়েন্ট, আর নারী দল দুই ম্যাচে চার পয়েন্ট অর্জন করেছে।




