মিরপুরের হোম অব ক্রিকেটে আজ বিপিএলের ২৭তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে রানের পাহাড় গড়েছে রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১৮১ রান। ১৮২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই রুদ্রমূর্তি ধারণ করেছে ঢাকা ক্যাপিটালস। মাত্র ১ ওভার শেষে কোনো উইকেট না হারিয়েই ঢাকার সংগ্রহ ১৭ রান।
প্রথমে ব্যাটিং করতে নেমে রংপুরের ব্যাটাররা ঢাকার বোলারদের ওপর চড়াও হন। টপ অর্ডারের দায়িত্বশীল ব্যাটিং এবং শেষ দিকে মিডল অর্ডারের ঝোড়ো ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় রাইডার্সরা। ঢাকার বোলাররা রানের চাকা টেনে ধরতে হিমশিম খেয়েছেন পুরো ২০ ওভার।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ইনিংসের প্রথম ওভারেই তারা তুলে নিয়েছে ১৭ রান। জয়ের জন্য এখনো ১১৪ বলে ১৬৫ রান প্রয়োজন ঢাকার। মিরপুরের ব্যাটিং সহায়ক উইকেটে ঢাকার এমন শুরু ইঙ্গিত দিচ্ছে যে, ম্যাচটি শেষ পর্যন্ত অত্যন্ত রোমাঞ্চকর হতে যাচ্ছে।
ঢাকা যদি এই রান রেট ধরে রাখতে পারে, তবে ১৮২ রানের লক্ষ্যও মামুলি হয়ে উঠতে পারে। অন্যদিকে, রংপুর চাইবে দ্রুত উইকেট তুলে নিয়ে ঢাকার রানের গতিতে লাগাম টানতে। মিরপুরের গ্যালারিভর্তি দর্শক এখন এক হাই-স্কোরিং থ্রিলার দেখার অপেক্ষায়।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।




