ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুলল নয়াদিল্লি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতের এক কূটনীতিকের বৈঠক নিয়ে যে আলোচনা তৈরি হয়েছিল, সে বিষয়ে অবশেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এ বছরের শুরুতে অনুষ্ঠিত ওই বৈঠকের কথা নিজেই প্রকাশ করেছিলেন জামায়াত আমির, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দেয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি সামনে আসে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৈঠকের কথা স্বীকার করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং সে ধারাবাহিকতায় ভারতের হাইকমিশনের কর্মকর্তারা বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিত সংলাপে অংশ নেন। জামায়াতের সঙ্গে ওই বৈঠককেও একই প্রেক্ষাপটে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান জানান, অন্যান্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেও ভারতীয় কূটনীতিকটি তা করেননি। বরং তিনি বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন বলে দাবি করেন জামায়াত আমির।

শফিকুর রহমান আরও বলেন, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের স্বার্থে সবাইকে একে অপরের প্রতি উন্মুক্ত হতে হবে। সম্পর্কোন্নয়ন ছাড়া বিকল্প কোনো পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমানের এই বক্তব্য প্রকাশের পর রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। তবে সে সময় কোনো মন্তব্য করেনি ভারত। প্রায় দুই সপ্তাহ পর এবারই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়টি স্বীকার করে নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি।

সংবাদটি শেয়ার করুন