ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল, অনড় বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসছে আইসিসির একটি প্রতিনিধি দল। নিরাপত্তা ইস্যুতে ভারতে যেতে আপত্তি বাংলাদেশের এবং ভেন্যু স্থানান্তরের বিষয়ে বিসিবির সঙ্গে আলাপ করবে আইসিসির প্রতিনিধি দল। এই বৈঠক অনুষ্ঠিত হলেও আগের অবস্থানেই থাকবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুরে বিপিএলের ম্যাচ দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘প্রথমে আমরা একটা মেইল দিয়েছি, তারা উত্তর দিয়েছে। তারপর আমরা আবার মেইল দিয়েছি এবং একটা জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে আমাদের মাঝে। মিটিংয়ের পর তারা জানায় সামনাসামনি বসে সমাধান করতে চায়। আমাদের অবস্থান একটাই, আমরা আগের অবস্থান থেকে সরিনি। দেখা যাক, কাল কী ফলাফল আসে। আমরাও চাই খেলাটা হোক।’

তবে নিজেদের অবস্থান থেকে বিসিবি একটুও সরবে না বলে জানিয়ে মিঠু বলেন, ‘আগামীকাল আইসিসির প্রতিনিধি দলের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হবে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও হতে পারে। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমাদের বোর্ড, সরকার- সবাই আমরা মনে করি আমাদের দল সেখানে নিরাপদ না। শুধু খেলোয়াড়ই নয়, সমর্থক এবং সাংবাদিকরাও। এটা নিয়েই আলাপ হবে। সভাপতি নিজেই এটা সামলাচ্ছেন। দেখা যাক কী হয়। বিষয়টি তো এখনও এক জায়গায়ই দাঁড়িয়ে আছে, এটা ইতিবাচক যে তারা আসছেন এটাকে সামনে এগিয়ে নেয়ার জন্য।’

 

সংবাদটি শেয়ার করুন