ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হ্যাঁ গণভোটের পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের জন্য ফরজ: উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া। তিনি বলেন, অশুভ শক্তি ভীতিপ্রদর্শন করবে, গুজব ছড়াবে। এখনই গুজব ছড়ানো শুরু হয়েছে। যখনই গুজব কানে আসবে সেটা তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেটি যে ভুল তা তুলে ধরতে হবে। যা ছড়ানো হয়েছে সেটা যে ভুল তথ্য, তা প্রচার করতে হবে। এতে মানুষ সত্যটা জানতে পারবে।

শুক্রবার দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নূরজাহান বেগম বলেন, সংবিধান, উচ্চকক্ষ, নিম্নকক্ষ বুঝানো লাগবে না, নাগরিকের প্রাত্যহিক জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়ে হ্যাঁ এর পক্ষে জনমত তৈরি করতে হবে। নুরজাহান বেগম আরো বলেন, যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ ট্রাই করবে নির্বাচন না হোক। তাই জনগণকে যত যুক্ত করা যাবে, তত অশুভ শক্তি ও নির্বাচনবিরোধী শক্তি পরাজিত হবে।

গণভোট নিয়ে জনগণকে উদ্ধুব্ধ করা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, স্যার বলেছেন সম্ভব হলে মেলার আয়োজন করা। এতে লোকজন কেনাকাটাও করবে, আবার হ্যাঁ ভোটের পক্ষে অবগত হবে। যতবেশি জনগণ অংশগ্রহণ করবে, অশুভ শক্তি ততবেশি পেছনে হটতে বাধ্য হবে। অশুভ শক্তিকে সামনে আসতে দেবেন না। তারা সামনে আসলে তান্ডব নিয়ে আসবে। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের ভোট কাস্টিং বেশি হতে হবে। আমরা রেকর্ড সৃষ্টি করব।

সংবাদটি শেয়ার করুন