ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসির সপ্তম দিনের শুনানিতে ১৮টি আপিল আবেদন মঞ্জুর

আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে (শুক্রবার) ১৮টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সংবাদ মাধ্যমে ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৩টি আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং ১৭টি আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ৪টি আপিল নামঞ্জুর করেছে। শুনানিতে ৪টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন