দক্ষিণ এশিয়ার ফুটসালে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত প্রথম ‘সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর মাধ্যমে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দুর্দান্ত লড়াই উপহার দেয় বাংলাদেশ। টানটান উত্তেজনার সেই ম্যাচ শেষ হয় ৪-৪ গোলের সমতায়, যেখানে লাল-সবুজের দল নিজেদের সামর্থ্য ও লড়াকু মানসিকতার পরিচয় দেয়। এবার দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, লক্ষ্য জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়া।
পয়েন্ট টেবিলের চিত্র
প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ায় বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মালদ্বীপ। বাংলাদেশ ভারতের বিপক্ষে ড্র করে পেয়েছে ১ পয়েন্ট এবং আছে দ্বিতীয় স্থানে। আজকের ম্যাচে মালদ্বীপকে হারাতে পারলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪, যা তাদের সরাসরি শীর্ষে নিয়ে যাবে।
বর্তমান অবস্থান:
১. মালদ্বীপ – ১ ম্যাচ, ৩ পয়েন্ট (গোল ব্যবধান +৬)
২. বাংলাদেশ – ১ ম্যাচ, ১ পয়েন্ট (গোল ব্যবধান ০)
৩. ভারত – ১ ম্যাচ, ১ পয়েন্ট (গোল ব্যবধান ০)
৪. ভুটান – ১ ম্যাচ, ১ পয়েন্ট (গোল ব্যবধান ০)
৫. শ্রীলঙ্কা – ১ ম্যাচ, ১ পয়েন্ট (গোল ব্যবধান ০)
৬. নেপাল – ০ ম্যাচ, ০ পয়েন্ট
৭. পাকিস্তান – ১ ম্যাচ, ০ পয়েন্ট (গোল ব্যবধান -৬)
টুর্নামেন্টের ধরন
এবারের আসরে অংশ নিয়েছে সাতটি দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও পাকিস্তান। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে রাউন্ড রবিন পদ্ধতিতে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে ছয়টি করে ম্যাচ খেলবে। আলাদা করে সেমিফাইনাল বা ফাইনাল নেই; লিগ পর্ব শেষে যে দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, তারাই সরাসরি চ্যাম্পিয়ন হবে। ফলে প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য সমান গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক হয়ে উঠেছে।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।




