ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

যশোর-২: প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির মুন্নী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে তার প্রার্থিতা স্থগিত রেখেছিল ইসি।

শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাবিরা সুলতানার প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন যশোর–২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জহরুল ইসলাম।

দীর্ঘক্ষণ যুক্তিতর্ক শেষে ইসির আপিল শুনানিতে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। কিছুক্ষণ পরে আপিল না মঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখে এ সিদ্ধান্ত জানায় কমিশন। ফলে প্রার্থী হতে আর বাধা নেই মুন্নীর।

সংবাদটি শেয়ার করুন