দেশের ক্রিকেট ইতিহাসে নাটকীয় দিনটি ছিল গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)। এই প্রথম দেশের ইতিহাসে প্রথমবার আবহাওয়াজনিত কারণ ছাড়াই আন্তর্জাতিক মানের কোনো ম্যাচ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি।
মূলত, খেলোয়াড়দের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের করা বিরূপ মন্তব্য করায় ম্যাচ খেলতে নামেননি ক্রিকেটাররা। ফলে ঐদিন বিপিএলের দুটো ম্যাচই স্থগিত হয়।
পূর্ব নির্ধারিত ম্যাচ গুলি স্থগিত করা হলেও অনেক সমর্থক টিকিট কেটে রেখেছিলেন আগে থেকেই। খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
গতকাল (১৫ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। আজ আরেকটি বিজ্ঞপ্তিতে অর্থ ফেরত পাওয়ার উপায়ও জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, যে ওয়েবসাইট (GOBCBTICKET.COM.BD) থেকে টিকিট কিনেছেন সমর্থকরা, সেখানে গিয়েই টিকিটের অর্থ ফেরতের আবেদন করতে হবে তাদের। এক্ষেত্রে ওয়েবসাইটটিতে গিয়ে ‘My Ticket’ অপশনের অধীনে থাকা ‘Report Issue’ সেকশনে যেতে হবে। সেখানে ‘Refund Claim’ এ ক্লিক করলেই অর্থ ফেরতের আবেদন হয়ে যাবে।




