বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্তরের পেশাজীবী উপস্থিত থাকবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের অন্যান্য সদস্যরাও এতে অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানিয়েছেন, শোকসভাটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং খালেদা জিয়ার প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের একটি মানবিক উদ্যোগ। অতিথিদের আমন্ত্রণপত্র সঙ্গে আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
শোকসভার পবিত্রতা ও গাম্ভীর্য রক্ষায় কোনো ধরনের সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ থাকবে। অংশগ্রহণকারীদের সাদা-কালো পোশাক পরিধান করে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে প্রবেশ দুপুর ১২টায় শুরু হবে।
অতিথিদের জন্য নির্ধারিত গেট নম্বর ৬ ব্যবহার করতে হবে, বের হওয়ার জন্য আসাদ গেট ব্যবহার করতে হবে। গেট ১ ও ১২ দিয়ে আগতদের গাড়ি পার্কিং করতে হবে, এবং বকুলতলা গেট (নম্বর ১২) দিয়ে কেবল পায়ে হেঁটে প্রবেশ সম্ভব।
আয়োজকরা জানিয়েছেন, আমন্ত্রণপত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না, তবে তালিকাভুক্ত অতিথিদের জন্য প্রয়োজনে বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে। মিডিয়াকর্মীদের জন্যও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে।




