দীর্ঘ উৎকণ্ঠা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে আবারও মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা আলোচনার মাধ্যমে নিরসন করা হয়েছে। ক্রিকেটারদের সাথে দীর্ঘ বৈঠকের পর বিসিবি জানিয়েছে, শুক্রবার থেকেই টুর্নামেন্টটি পুনরায় শুরু হচ্ছে এবং সেই সাথে একটি পরিবর্তিত ম্যাচ সূচিও প্রকাশ করা হয়েছে।
বিসিবির একজন পরিচালকের বিতর্কিত আচরণের জেরে ক্রিকেটাররা খেলা বর্জনের ঘোষণা দিয়েছিলেন। তবে আলোচনার পরবর্তী ধাপে ক্রিকেটাররা তাঁদের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে আসেন এবং বোর্ডের নেওয়া বর্তমান পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। কোয়াব জানিয়েছে, দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তাঁরা খেলায় ফিরছেন, তবে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিটি এখনও বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং শীর্ষ কর্মকর্তাদের সাথে কোয়াব প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘ আলোচনার পর বিপিএল পুনরায় শুরুর বিষয়ে ঐকমত্য পোষণ করেন সবাই। বৈঠক শেষে বিসিবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, ক্রিকেটীয় সব জটিলতা কাটিয়ে বিপিএল তার স্বাভাবিক গতিতে ফিরে আসছে।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবারের স্থগিত হয়ে যাওয়া ম্যাচ দুটি শুক্রবার অনুষ্ঠিত হবে। অন্যদিকে, শুক্রবারের নির্ধারিত ম্যাচগুলো পুনর্নির্ধারণ করে আগামী ১৮ জানুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। টুর্নামেন্টের লিগ পর্ব যেন নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা যায়, সেই লক্ষ্যেই সূচিতে এই সাময়িক পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের জানান, মূলত ১৮ জানুয়ারি টুর্নামেন্টে বিশ্রামের দিন ছিল। সেই সুযোগটি কাজে লাগিয়ে স্থগিত ম্যাচগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধানে পৌঁছাতে পেরে সবাই অত্যন্ত আনন্দিত। এর ফলে টুর্নামেন্টের ক্যাশ প্রবাহ বা আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং পরবর্তী অর্থবছরগুলোতে এ ধরনের সংকট এড়াতে বোর্ড আরও সতর্ক থাকবে।
সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ উপস্থিত থেকে জানান, তাঁরা আবারও মাঠে ফিরতে মুখিয়ে আছেন। ক্রিকেটারদের এই ইতিবাচক সিদ্ধান্তের পর ক্রিকেট অঙ্গনে স্বস্তি ফিরে এসেছে। এখন সবার নজর মাঠের লড়াইয়ে, যেখানে ব্যাট-বলের লড়াইয়ের মাধ্যমে বিনোদন পাবেন দর্শকরা।




