ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজি-খুনের রাজনীতি দেখতে চাই না: জামায়াত আমির

আমরা জাতির আকাঙ্খা পূরণে একত্রিত হয়েছি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর বলেছেন, আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না। আমরা চাঁদাবাজি-খুনের রাজনীতি আর দেখতে চাই না। জুলাই বিপ্লবের আকাঙ্খা যারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন তারাই এখানে সমাবেত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে ১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, কারচুপি-ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হবো। আমরা সবাইকে ভোটাধিকার প্রয়োগ ও ভোটের হিসেব নেওয়ার অনুরোধ করছি। আজকের এই ঐক্যের পেছনে অনেকের অবদান রয়েছে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। আমরা ফ্যাসিবাদ ও আধিপত্যবাদমুক্ত একটা নতুন দেশ গড়ার মাধ্যমে তাদের ঋণ পরিশোধ করতে চাই।

শহীদ শরীফ ওসমান বিন হাদি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, হাদি ছিলেন নিজেই একটা বিপ্লব। আমরা তার হত্যার বিচার চাই। তিনি যদি বিচার পান তাহলে আরো অনেকেই দেশের জন্য এগিয়ে আসবেন। আর যদি বিচার না হয় তাহলে এদেশে আর কোনো বিপ্লবী জন্ম নেবে না।

সংবাদটি শেয়ার করুন