ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ক্রিকেটারদের, যা জানালেন বিসিবি

কিছুটা নরম মুখী হয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। তারা বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে জানিয়েছে, বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম যদি তাঁর বিতর্কিত বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে জানান এবং বিসিবি তাঁর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা অটল রাখে, তাহলে আগামীকাল থেকে তারা মাঠে নামবেন।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এই প্রস্তাবে রাজি নন।

ক্রিকেটারদের একটি সূত্র জানিয়েছে, সন্ধ্যায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এবং কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে ফোনে আলোচনা হয়। ফোন কনফারেন্সে ক্রিকেটাররা বলেন, যেহেতু অনূর্ধ্ব-১৯ দল এবং নারী দল দেশের বাইরে খেলছে, একই সঙ্গে তারা বিপিএল খেলতে চান ক্রিকেটের স্বার্থে তারা আগামীকাল মাঠে নামতে প্রস্তুত, তবে শর্তসাপেক্ষে।

ক্রিকেটারদের শর্ত অনুযায়ী, নাজমুল ক্রিকেটারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তাই তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনোভাবে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাও বহাল রাখতে হবে।

তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রিকেটারদের জানিয়েছিলেন, নাজমুল ইতিমধ্যেই তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি, তাই প্রকাশ্যে ক্ষমা চাইতে পারবেন না এবং বোর্ডও তাকে এ ধরনের অনুরোধ করতে পারবে না।

এ বিষয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নাজমুল যতই সম্মানিত হোক, ক্রিকেটারদের কি সম্মান নেই? প্রকাশ্যে মন্তব্য করেছেন, ক্ষমাও প্রকাশ্যেই চাইতে হবে। আমিনুলের এই অবস্থানের কারণে আলোচনা অসমাপ্ত অবস্থায় শেষ হয়।

নাজমুলকে কেন্দ্র করে ক্রিকেটারদের বয়কটের কারণে আজ বিপিএলের দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। সূচি অনুযায়ী, আগামীকাল দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন