ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পরিচালককে অব্যাহতির পরও দ্বিতীয় ম্যাচ হচ্ছে না

চাপের মুখে বিসিবির অর্থ কমিটির প্রধান পরিচালক এম নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও প্রথম ম্যাচের মতো আজকের দিনের দ্বিতীয় ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে না। ঢাকা পর্ব শুরুর প্রথম দিনেই পরপর দুই ম্যাচ বাতিল হওয়ায় হতাশা দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে।

বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে ২৪টি ম্যাচ, যার প্রতিটিই হয়েছে সিলেটে। ২৫তম ম্যাচ থেকে বাকি অংশ হওয়ার কথা ঢাকায়।

ব্যাপক প্রস্তুতি শেষে আজ (১৫ জানুয়ারি) ঢাকা পর্বের প্রথম দিনেই অনুষ্ঠিত হয়নি। কারণ ক্রিকেটারদের বিদ্রোহের মুখে এদিন সব মনোযোগ ছিল কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনের ডাকা সংবাদ সম্মেলনে।

ক্রিকেটাররা দাবি জানান, এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া পরিচালক এম নাজমুল ইসলামকে ক্রিকেটীয় সব দায়িত্ব থেকে সরানোর। বিসিবি তাৎক্ষনিকভাবে তাকে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়েছে। তবে অব্যাহতির পরেও ক্রিকেটাররা দ্বিতীয় ম্যাচ খেলাতে মাঠে নামেননি। এর ফলে ক্রিকেটপ্রেমী অনেক দর্শক ক্রিকেটের গ্যালারিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাড়ির পথ ধরেছেন।

 

সংবাদটি শেয়ার করুন