জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ঘোষণা করেছেন, আসন্ন সংসদ নির্বাচনে তিনি ব্যক্তিগতভাবে অংশ নেবেন না।
বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান।
রাশেদ প্রধান পোস্টে উল্লেখ করেন, ১৫ জানুয়ারি রাত ৮টায় ঐক্যের আসন সমঝোতা ও অন্যান্য বিষয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। তিনি সবাইকে বিনীতভাবে অনুরোধ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের নেতৃবৃন্দ ও সমর্থকেরা একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও কটু শব্দ ব্যবহারের ঝুঁকি এড়িয়ে চলুন।
তিনি আরও জানান, বৃহত্তর ঐক্যের স্বার্থে এবার নিজে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তবে গণভোটে “হ্যাঁ”-র পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। রাশেদ প্রধান আশা প্রকাশ করেন, তাকে যারা ভালোবাসেন তারা মন খারাপ করবেন না এবং যারা তার বিরোধিতা করেন তারা তাদের অভ্যাসমতো ভাষ্য বা সমালোচনা করতে পারবেন।
শেষে তিনি দোয়া করেন, মহান আল্লাহ এই ঐক্যের প্রচেষ্টা দেশের স্বার্থে কবুল করুন। তিনি নিজের পোস্টে জাযাকাল্লাহু খাইরান উল্লেখ করেছেন।




