শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে আবেদন জানিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। তিনি প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চ এখনও কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি দীর্ঘ পোস্ট দেন।
রাবেয়া ইসলাম সম্পা পোস্টে লিখেছেন, ওসমান হাদির হত্যার বিচার অবশ্যই হতে হবে। তার মতে, বিচার না হলে দেশের বিপ্লবী ও সাহসী নেতারা আর জন্মাবে না। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এত দেরি বা দীর্ঘ সময় কেন লাগছে, এবং মনে করিয়ে দিয়েছেন ওসমান হাদির কথার একটি লাইন—“সহজ কথা যায় না বলা সহজে”—যা তার লড়াই ও সংগ্রামের নির্দেশ দেয়।
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ ও এর সদস্যরা ওসমান হাদির আদর্শে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। তার প্রথম সন্তান হিসেবে ইনকিলাব মঞ্চ এবং দ্বিতীয় সন্তান ফিরনাসকে বেতন বা খাবারের সুবিধা দেওয়ার বিষয়েও তিনি উল্লিখিত করেছেন। রাবেয়া ইসলাম সম্পা আরও বলেছেন, যারা ওসমান হাদিকে ভালোবাসেন, তারা যেন ইনকিলাব মঞ্চের সদস্যদের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জকেও বিবেচনা করেন।
উল্লেখ্য, জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই যোদ্ধা ওসমান হাদি (৩২) ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন।
উন্নত চিকিৎসার জন্য তিন দিন পর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা সম্পন্ন হয় এবং জাতীয় কবির সমাধিপাশে তিনি দাফন হন।
ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন।




