আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।
বৈঠকটি প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এবং এতে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার বিষয়টি চূড়ান্তভাবে নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকের সময় নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা, নির্বাচনী আচরণবিধি ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।
বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তার সঙ্গে রয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া, এবং বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
প্রতিনিধি দল বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে সকল প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার এবং নির্বাচন সংক্রান্ত যে কোনো সম্ভাব্য সমস্যা বা অনিয়ম প্রতিরোধের বিষয়েও আলোচনা করেছে।
বিএনপির এই বৈঠককে রাজনৈতিক পর্যবেক্ষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন, কারণ দেশের নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করার দায়িত্ব সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনারের হাতে থাকলেও প্রধান রাজনৈতিক দলগুলোর সমন্বয় ও মতামত জরুরি। এদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কমিশন সর্বদা সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও সময়মত নির্বাচনের নিশ্চয়তা দেওয়ার জন্য কাজ করছে। বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠকও সেই প্রক্রিয়ার একটি অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠক দেশের রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সমন্বয় ও প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে।




