ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ জারি করার দাবিতে রাজধানীর সাইন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ে ব্যাপক সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শুরু হওয়া এই আন্দোলনে অংশ নেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’, ‘আমি কে তুমি কে, ডিসিইউ ডিসিইউ’সহ নানা স্লোগান দেন এবং অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
অবরোধের ফলে সাইন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সাধারণ যাত্রী ও যানবাহনগুলোর পাশাপাশি জরুরি সেবা, রিকশা, বাস ও ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণহীন অবস্থায় পড়ে। প্রতিবেশী এলাকাগুলোও যানজটে পুরোপুরি আটকা পড়ে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন নিশ্চিত হবে এবং শিক্ষার্থীদের শাসন কাঠামোতে অংশগ্রহণ বৃদ্ধি পাবে।
এ আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিস পুলিশ মোড় এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে এবং জরুরি যান চলাচলকে অবরোধ থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শিক্ষার্থীরা এখনও তাদের অবস্থান ত্যাগ করেননি।
উল্লেখ্য, এটি প্রথমবার নয়—গতকালও বুধবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। শিক্ষার্থীদের এ ধরনের আন্দোলন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ককে ব্যাহত করছে, যার ফলে সাধারণ মানুষ, যানবাহন ও পরিবহন প্রতিষ্ঠানগুলো সমস্যার মুখে পড়ছে। শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, তারা অধ্যাদেশ জারি না হলে আরও কঠোর আন্দোলন চালাবেন।
চূড়ান্তভাবে দেখা যাচ্ছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত শহরে শিক্ষার্থী আন্দোলন ও যানজট অব্যাহত থাকতে পারে, যা রাজধানীর সাধারণ মানুষ ও যানবাহনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।




