রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যেকোনো মুহূর্তে ইরানে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। যেকোনো সময় বড় কিছু ঘটতে পারে, এমন অবস্থায় মধ্যপ্রাচ্যে থমথমে পরিবেশ বিরাজ করছে।
প্রতিবেদনটিতে গোয়েন্দা ও সামরিক সূত্রের কথা উল্লেখ করে রয়টার্স বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে আক্রমণ শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। বিশেষ করে ইরানে চলমান গণবিক্ষোভ দমনে সরকারের কড়াকড়ির প্রতিক্রিয়ায় ট্রাম্প সরাসরি বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। বুধবার ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যেতে বলে লেখেন ‘সাহায্য আসছে’
ইসরায়েলি গোয়েন্দা সূত্র মতে, ট্রাম্প ইতোমধ্যে হামলার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে উপসাগরীয় দেশগুলো মার্কিন প্রশাসনকে সামরিক পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছে।
এদিকে, হামলা হলে ওই অঞ্চলে থাকা সমস্ত মার্কিন ঘাঁটি এবং মিত্র দেশগুলোর ওপর ভয়াবহ প্রতিশোধ নেওয়ার পাল্টা হুমকি দিয়েছে ইরান। তেহরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা তুরস্কের মাটি ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, তবে সেসব দেশও ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তারা যুদ্ধ চান না তবে যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।




