নির্বাচনি প্রচারণার জন্য আগামী ২৪ জানুয়ারি কুমিল্লা যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বিএনপি চেয়ারম্যানের কুমিল্লা ভ্রমণ সম্পর্কে জানান।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সংবাদমাধ্যমকে বলেন, ‘তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।”
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কুমিল্লা সফরের জন্য কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠ প্রস্তুত করা হচ্ছে।
এর মধ্যে প্রস্তুতির অংশ হিসেবে টাউনহল মাঠ পরিদর্শন করেছেন সিএসএফ টিমসহ বিএনপির নেতারা। মাঠ পরিদর্শনের সময় নেতারা মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপন, জনসমাগম ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা আশা করেছেন বিএনপির চেয়ারম্যানের আগমন অনুষ্ঠান সফল এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
বিএনপি, তারেক রহমান, কুমিল্লা সফর, নির্বাচনি প্রচারণা, টাউন হল মাঠ, কুমিল্লা দক্ষিণ বিএনপি, রাজনৈতিক সমাবেশ, দলীয় প্রস্তুতি, নেতাকর্মী, জাতীয় রাজনীতি,




