বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সম্প্রতি ভাইরাল হওয়া পোস্টাল ব্যালট ইস্যুতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনকে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা না নিলে পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
নজরুল ইসলাম বলেন, অনেক আসনে পোস্টাল ভোট নিয়ামক হতে পারে। কিন্তু প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে প্রথম লাইনে দাঁড়িপাল্লা, শাপলা কলি এবং হাতপাখা প্রতীক রয়েছে। কিন্তু বিএনপিরটা মাঝে, যা ভাঁজ পড়লে অস্পষ্ট হয়ে যাবে, ধানের শীষ দেখা যাবে না।’
এই ঘটনা ইচ্ছাকৃত উল্লেখ করে তিনি বলেন, ইসি অজ্ঞতা প্রকাশ করে বলেছে, তারা বিষয়টি জানে না। তাদের দাবি, অক্ষরের ধারাবাহিকতায় এটি সাজানো হয়েছে। কিন্তু এটি অন্যভাবেও সাজানো যেত। যারা দায়ী তাদের ব্যাপারে খোঁজ নিতে হবে।
নজরুল ইসলাম খান আরও বলেন, এর আগে কখনো আমরা এমন দেখিনি। আমাদের আশঙ্কা, তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে। বিকাশ নম্বরের মাধ্যমে অর্থ দিয়ে ভোট কিনতে প্রলুব্ধ করতে পারে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। কিন্তু ইসি ব্যবস্থা নেয়নি।




