ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাফ ফুটসালে ভারতের সাথে ড্র করল বাংলাদেশ

প্রথমবারের মতো সাফের আয়োজনে শুরু হওয়া ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই জমে উঠল বাংলাদেশ–ভারত দ্বৈরথ। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ম্যাচে বহু নাটকীয়তায় শেষ পর্যন্ত ৪–৪ গোলে ড্র করেছে দুই দল।

সাম্প্রতিক সময়ে ক্রীড়াঙ্গনে বাংলাদেশ–ভারত সম্পর্ক নানা কারণে আলোচনায়। ক্রিকেটে আইপিএলে মুস্তাফিজুর রহমানের না খেলা কিংবা আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে টানাপোড়েনের আবহেই ফুটসালে মুখোমুখি হয় দুই প্রতিবেশী। উত্তাপ আর উত্তেজনায় ভরা ম্যাচে কেউ কাউকে ছাড় দেয়নি ফলে দু’দলই ভাগ করে নিয়েছে সমান পয়েন্ট।

প্রথমার্ধে আক্রমণাত্মক শুরু করে বাংলাদেশ। নবম মিনিটে মঈন আহমেদের গোলে এগিয়ে যায় লাল–সবুজ। তবে তিন মিনিটের মধ্যেই সমতায় ফেরে ভারত। ১৬তম মিনিটে অধিনায়ক রাহবার খানের গোলে আবার লিড নেয় বাংলাদেশ, কিন্তু বিরতির ঠিক আগে ভারতের গোলে স্কোরলাইন দাঁড়ায় ২–২।

দ্বিতীয়ার্ধে চিত্রটা উল্টো হয়। ২৭তম মিনিটে প্রথমবার এগিয়ে যায় ভারত। চার মিনিট পর আবারও ম্যাচে ফেরান মঈন আহমেদ গোলরক্ষকের পায়ের ফাঁক গলে জালে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৩৬তম মিনিটে ভারত আবার লিড নিলে বাংলাদেশের পরাজয়ের শঙ্কা জাগে। কিন্তু পরের মিনিটেই রাহবার খান প্রতিপক্ষ ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে শক্তিশালী শটে সমতা ফেরান।

শেষ তিন মিনিটে দু’দলই জয়ের সুযোগ পেয়েছিল। একবার বাংলাদেশের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয় ভারত, আরেকবার বাংলাদেশের ফরোয়ার্ডের শট পোস্ট ছুঁয়ে বেরিয়ে গেলে জয় হাতছাড়া হয় লাল–সবুজের।

গ্যালারিতে বসে সাবিনা-মাসুরাসহ নারী ফুটসাল দলের খেলোয়াড়রা রাহবারদের উৎসাহ দেন। আগামীকাল নারী সাফ ফুটসালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। পুরুষ ও নারী দুই টুর্নামেন্টেই অংশ নিচ্ছে সাফের ছয়টি দেশ। পাঁচ ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন।

সংবাদটি শেয়ার করুন