বিগ ব্যাশে রিশাদরে দল হোবার্ট হারিকেনসকে ৩ রানে হারালো ব্রিসবেন হিট। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানের সংগ্রহ পায় ব্রিসবেন। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশি তরুণ তারকা রিশাদ। রান তাড়ায় ওয়েবস্টার-ম্যাকডারমটের ফিফটির পরও জিততে পারেনি হোবার্ট।
হোবার্ট টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটি বড় কিছু করতে পারলেও, মাত্র ১৮ রানে জ্যাক উইল্ডারমুথ সাজঘরে ফেরেন। ষষ্ঠ ওভারে বোলিংয়ে নামেন রিশাদ, যিনি শুরুতেই দুর্দান্ত ভেলকি দেখান এবং ৫ রান খরচ করেন।
১৯ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক উসমান খাজা। নবম ওভারে বোলিংয়ে এসে ১৬ রান খরচ করেন রিশাদ। তার ওপর চড়াও হন ম্যাট রেনশ। রেনশ ও ম্যাকাসুইনি গড়েন ৬৪ রানের জুটি। এরপর ১৪তম ওভারে বোলিংয়ে এসে ম্যাট রেনশকে সাজঘরে ফেরান রিশাদ। দারুণ বোলিংয়ে মাত্র ৫ রান খরচ করেন এই লেগি। ৩৭ রান করেন রেনশ।
হোবার্টের ব্যাটাররা শেষ পর্যন্ত রানের চাপ সামলাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৭ রানেই থেমে যায় দল। রান তাড়ার শুরুটা ভালো হয়নি হোবার্টের, দুই ওপেনার টিম ওয়ার্ড ও মিচেল ওয়েন ব্যর্থ হলেও ওয়েবস্টার ও বেন ম্যাকডারমট দারুণ ব্যাটিং করেন। ওয়েবস্টার ৪৩ বলে ৫১ রান করে আউট হন, আর ম্যাকডারমট ৩৬ বলে ৫৯ রান যোগ করেন।
শেষ ওভারে মাত্র ৬ রান প্রয়োজন ছিল হোবার্টের, কিন্তু জামানের খানের ওভারে তারা মাত্র ২ রান যোগ করতে পারেন। এতে ব্রিসবেন হিটের জয় নিশ্চিত হয়।




