ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া: টি-টোয়েন্টি খেলার সূচি ঘোষণা

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। উপমহাদেশের আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নেওয়ার অংশ হিসেবে পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজটি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে সিরিজের সময়সূচি ঘোষণা করেছে।

২৯ ও ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ২০২৬, এই তিন দিনে হবে ম্যাচগুলো। এদিকে অস্ট্রেলিয়া লাহোরে পৌঁছাবে ২৮ জানুয়ারি। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে অনুষ্ঠিত হতে হওয়ায় এই সিরিজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাট হিসেবে দেখছেন দুই দলই। ভারত ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে টি-টোয়েন্টি বিশ্বকাপটি শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। তার আগে নিজেদের কম্বিনেশন চূড়ান্ত করা, খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস যাচাই করা এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে এই সিরিজকে গুরুত্ব দিচ্ছে দুই বোর্ডই।

তবে সিরিজের আগে ইঞ্জুরি সমস্যা নিয়ে দুই দলই কিছুটা চিন্তায় রয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে এই মুহূর্তে পুরোপুরি ফিট নন জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও টিম ডেভিড। সবাই এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। অন্যদিকে পাকিস্তানের বড় ধাক্কা শাহিন শাহ আফ্রিদি। বিগ ব্যাশ লিগে খেলতে গিয়ে চোট পাওয়ায় এই বাঁহাতি পেসার আপাতত মাঠের বাইরে।

সব মিলিয়ে লাহোরের এই সিরিজ শুধুমাত্র প্রস্তুতি ম্যাচই নয়, বরং বিশ্বকাপের আগে নিজেদের শক্তির ঝাঁপটা দেখানোর মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে।

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি খেলার সময়সূচি :

প্রথম টি-টোয়েন্টি: ২৯ জানুয়ারি, লাহোর,

দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩১ জানুয়ারি, লাহোর,

তৃতীয় টি-টোয়েন্টি: ১ ফেব্রুয়ারি, লাহোর।

সংবাদটি শেয়ার করুন