ফেব্রুয়ারির টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। ধর্মীয় উগ্রবাদের প্রভাবে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পরার পর নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না পারার কথা আগেই আইসিসিকে জানিয়েছে বিসিবি। গতকাল মঙ্গলবার এক সভায় আইসিসি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে বলেছে বিসিবিকে। জবাবে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে বিসিবি।
সম্প্রতি বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন আইসিসির রিপোর্টই ভাবাতে বাধ্য করছে যে বাংলাদেশের ভারতে নিরাপত্তা ঝুঁকি আছে ।
ক্রীড়া উপদেষ্টা সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা অবশ্যই বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই। কিন্তু এটা ভারতে খেলাটা সত্যিই আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। মোস্তাফিজ ইস্যুতে উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতি স্বীকার, ভারতে বিরাজমান বাংলাদেশবিরোধী অব্যাহত প্রচারণা, আইসিসির সিকিউরিটি ম্যানেজার ডেভিড মুশকারের রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট আমাদের ভাবতে বাধ্য করেছে যে বাংলাদেশের ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকেরা ভারতে নিরাপত্তা-ঝুঁকিতে থাকবেন।’
তিনি আরও বলেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সাময়িকভাবে ক্ষতিকর হবে। কিন্তু ভারতে আমরা খেলতে গেলে তা পুরো দেশের জন্য ক্ষতিকর হতে পারে। দেশের খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্নে আমরা আপস করতে পারি না। একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে একজন জাতীয় দলের খেলোয়াড় থেকে শুরু করে বাংলাদেশের একজন সাধারণ দর্শকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।’
আসিফ নজরুল মনে করেন, বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে আইসিসিকে গোটা বিষয়টি বিবেচনায় এনে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনের পদক্ষেপ নেওয়া উচিত। তা না হলে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না বলে জানিয়েছেন আসিফ নজরুল।




