ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এলপিএল ২০২৬-এ হচ্ছে না নিলাম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা তার প্রিমিয়ার টুর্নামেন্ট এলপিএলের (LPL) সময়সূচি পিছিয়ে দিয়েছে। বিশ্বকাপের কারণে আসন্ন আসরের আগে এই পরিবর্তন আনা হয়েছে, তবে বিশ্বকাপ শেষে এলপিএলের প্রস্তুতি শুরু হবে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (SLC) জানিয়েছে, আগামী এলপিএল আসরের জন্য নিলামের পরিবর্তে এবার ড্রাফট পদ্ধতি ব্যবহার করা হবে। ফ্র্যাঞ্চাইজিগুলো ২২ মার্চ এই ড্রাফটে নিজেদের দল সাজাতে পারবে।

এটি এলপিএলের ইতিহাসে প্রথম ড্রাফট নয়; এর আগেও ২০২২ সালে ড্রাফট পদ্ধতিতে দল গঠন হয়েছিল। শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, ড্রাফট প্রক্রিয়ায় স্থানীয় ও বিদেশি উভয় ধরনের খেলোয়াড় বেছে নেওয়া যাবে। তারা উল্লেখ করেছে, টুর্নামেন্ট পরিচালনায় ড্রাফট প্রক্রিয়া একটি কার্যকর ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়েছে।

ড্রাফটের পর দল গঠন ও প্রস্তুতির জন্য প্রায় তিন মাস সময় থাকবে। এলপিএলের ষষ্ঠ সংস্করণ শুরু হবে ৮ জুলাই, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ আগস্ট।

 

সংবাদটি শেয়ার করুন