ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন পাকিস্তানি বংশোদ্ভূত পেসার আলি খান। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার কথা থাকলেও, ভারতের ভিসা বাতিলের কারণে এবার বিশ্বকাপে অংশ নিতে পারছেন না তিনি।
আজ সামাজিক যোগাযোগমাধ্যমে আলি খান নিজেই ভিসা বাতিলের তথ্য নিশ্চিত করেছেন। মজার ছলে তিনি লিখেছেন, ভারতের ভিসা পাইনি, তবে জেতার জন্য কেএফসি আছে।
আলি খানের পাশাপাশি একই সমস্যায় পড়েছেন যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন ক্রিকেটার। স্থানীয় ক্রীড়া সাংবাদিক পিটার ডেলার সূত্রে জানা গেছে, আলি খানের সঙ্গে শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল এবং মোহাম্মদ মহসিনও এই তালিকায় রয়েছেন।
যুক্তরাষ্ট্রের বাইরে আরও কয়েকটি দেশের বিশ্বকাপ স্কোয়াডেও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। তারা সবাই ভিসা পেতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। জানা গেছে, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডার কিছু ক্রিকেটারও একই পরিস্থিতির সম্মুখীন। সংশ্লিষ্ট বোর্ডগুলো বিষয়টি আইসিসি ও বিসিসিআইকে জানিয়েছে, তবে এখনও কোনো আনুষ্ঠানিক সমাধান বা জবাব পাওয়া যায়নি।




