বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ঢাকা ক্যাপিটালস আবারও সংকটের মুখে পড়েছে। টুর্নামেন্টের মাঝপথেই এবার ঢাকার প্রধান কোচ টবি র্যাডফোর্ডকে হারাল দলটি।
আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ায় মাঝপথেই বিপিএল ছাড়লেন তিনি।
গতকাল সকালেই তিনি ঢাকা ছেড়ে রওনা দিয়েছেন তার নতুন গন্তব্যে । এর আগে টুর্নামেন্টের শুরুতেই মাঠে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন ঢাকার সিনিয়র সহকারী কোচ মাহবুব আলী জাকি।
টবির জায়গায় নতুন করে গোলাম মর্তুজা ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন।
মাঠের পারফরম্যান্সেও খুব একটা ভালো অবস্থানে নেই ক্যাপিটালসের। এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর মধ্যে মাত্র দুটিতে জয়ের স্বাদ পেয়েছেন তারা। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে ঢাকা।




