ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলের সিলেট পর্ব শেষ: ব্যাট, বল-পয়েন্টে শীর্ষ পাঁচে যারা

সিলেট বিপিএল পর্ব শেষ, এবার ঢাকা পর্বের জন্য অপেক্ষা। ঢাকা পর্বের খেলা বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে। ঢাকায় ৩০ ম্যাচের লিগ পর্বের শেষ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২৬ বিপিএল গতকাল সিলেট পর্ব শেষেই প্লে-অফের তিনটি দল পেয়ে গেছে। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসকে নিয়ে শেষ চারে উঠে গেছে রাজশাহী। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স।

ঢাকা পর্বে নির্ধারিত হবে প্লে-অফের চতুর্থ দল ও কারা এলিমিনেটর ও কারা প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে সেটি।

বিপিএলের পয়েন্ট তালিকা

দলম্যাচজয়হারপয়েন্টনেট রান রেট (N.R.R)
রাজশাহী১২0.637
চট্টগ্রাম১০0.888
সিলেট১০0.849
রংপুর0.176
ঢাকা-0.636
নোয়াখালী-1.101

প্লে-অফ নিশ্চিত করা রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন সবচেয়ে বেশি রান নিয়ে ঢাকা আসছেন। আট ম্যাচে ২৯২ রান করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ১টি সেঞ্চুরি ও ১টি ফিফটি পাওয়া নাজুমলের স্ট্রাইক রেট ১৪২.৪৩। ব্যাটিংয়ে শীর্ষ পাঁচে তিনজন স্থানীয় ও দুজন বিদেশি খেলোয়াড় জায়গা করে নিয়েছেন।

বিপিএলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান

র‍্যাংকব্যাটসম্যানদলইনিংসসর্বোচ্চস্ট্রাইক রেট১০০/৫০
১মনাজমুল হোসেনরাজশাহী১০১*১৪২.৪৩১/১
২য়পারভেজ হোসেনসিলেট৬৫*১৩০.৩১০/৩
৩য়অ্যাডাম রসিংটনচট্টগ্রাম৭৩*১৩৯.৪৫০/৩
৪র্থতাওহিদ হৃদয়রংপুর৯৫*১২৭.৯৯০/২
৫মডেভিড মালানরংপুর৬৩*১০৫.৭২০/২

বোলিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দেরই আধিপত্য। শীর্ষে পাঁচের সবাই বাংলাদেশের। নোয়াখালী এক্সপ্রেসের পেসার হাসান মাহমুদ ১৪ উইকেট নিয়ে আছেন শীর্ষে। জাতীয় দলের এই পেসার ওভারপ্রতি রানও দিয়েছেন মাত্র ৬.০৭ করে।

বিপিএলের শীর্ষ পাঁচ বোলার

উইকেটবোলারদলওভারসেরাইকোনমি৪/৫
১৪হাসান মাহমুদনোয়াখালী২৮.২৪/২৬৬.০৭১/-
১৩শরীফুল ইসলামচট্টগ্রাম২৫.০৩/১৮৬.১২-/-
১৩মোস্তাফিজুর রহমানরংপুর৩০.০৩/১৮৭.০৬-/-
১৩রিপন মন্ডলরাজশাহী২৪.০৪/৩০৮.৪৫১/-
১২নাসুম আহমেদসিলেট৩৪.০৫/৭৬.২৬-/১

সংবাদটি শেয়ার করুন