করোনার প্রভাব পড়েছে ঢাকার ফার্মেসিগুলোতেও। রাজধানীর বেশিরভাগ ফার্মেসিতেই পাওয়া যাচ্ছে না মাস্ক। কিছু কিছু ফার্মেসিতে পাওয়া গেলেও দাম রাখা হচ্ছে দ্বিগুণেরও বেশি।
লাজ ফার্মা লিমিটেডের রমনা শাখার বিক্রয় প্রতিনিধি জানান, প্রতিটি ফিল্টার মাস্কের দাম ৬০ টাকা, রেগুলার মাস্ক ৮ টাকা। তবে সরবরাহ কম থাকায় একজন ক্রেতার কাছে একটি ফিল্টার মাস্ক ও ৫টি রেগুলার মাস্কের বেশি বিক্রি করা হয় না।
হলি ফ্যামিলি হাসপাতাল ফার্মেসির বিক্রয় প্রতিনিধি বলেন, সকাল থেকে এখন পর্যন্ত অনেকেই মাস্ক কিনতে এসেছেন। কিন্তু আমাদের ফার্মেসিতে ফিল্টার মাস্ক ফুরিয়ে গেছে আগেই। রেগুলার মাস্কও আছে অল্প কয়েকটি। দাম ৬ টাকা।
মগবাজার ও ইস্কাটন এলাকার আমানত ড্রাগস, যমুনা ফার্মেসি, সুপ্তি ফার্মেসি, মা ফার্মেসিসহ আরও কয়েকটি ফার্মেসিতে খোঁজ নিয়ে জানা গেছে, করোনার প্রভাবে মাস্কের চাহিদা বেড়ে গেছে প্রবলভাবে। যেকারণে হিমশিম খাচ্ছে সরবরাহকারীরাও।
মাস্ক কিনতে গিয়ে বেশির ভাগ ফার্মেসি থেকেই খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের। এদিকে কিছুদিন আগেও ফিল্টার মাস্ক গড়ে ৩০ টাকা ও রেগুলার মাস্ক ৫ টাকা করে বিক্রি হতো। এখন সেই ফিল্টার মাস্ক ৬০ থেকে ১০০ টাকা এবং রেগুলার মাস্ক ৬ থেকে ১০ টাকা করে বিক্রি হচ্ছে।
আনন্দবাজার/ডব্লিউ এস