ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তামিমের ফিফটিতে ক্যাপিটালসকে হারিয়ে রাজশাহীর সহজ জয়

বিপিএলের ২৪ তম ম্যাচে আজ ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আগে ব্যাট করতে নেমে রাজশাহীর বোলারদের সামনে অসহায় হয়ে পড়েন ঢাকার ব্যাটাররা। রিপন-সাকলাইনদের দারুণ বোলিংয়ে ১৩১ রানে অলআউট হয় ক্যাপিটালস। ছোট রানের তাড়ায় নেমে রাজশাহীর হয়ে ফিফটি করেছেন তানজিদ হাসান তামিম। তার ফিফটিতে সহজেই জয় পায় তার দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা। দুই ওপেনার উসমান খান ও আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে শুরুটা ভালো হরেও উসমান খানকে সাজঘরে ফিরিয়ে রাজশাহীকে প্রথম উইকেট এনে দেন আবদুল গাফফার সাকলাইন। ২৭ বলে ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৪১ রান করেন উসমান খান।

এরপর থেকে নিয়মিত উইকেট হারিয়েছে ঢাকা। একে একে সাজঘরে ফিরেছেন সকল ব্যাটাররা। গোল্ডেন ডাকের শিকার হন সাইফ। অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে আসে ১৩ রান। এরপর ইমাদ ওয়াসিম, নাসিররা চেষ্টা করলেও বড় হয়নি ঢাকার পুঁজি।

একটি করে চার ও ছক্কা হাঁকান নাসির। ২৭ বলে ২৪ রান করে বিনুরা ফার্নান্দোর শিকার হন এই ব্যাটার। ভালো করতে পারেননি শামীম পাটোয়ারী। শেষদিকে সাব্বিরের ১৪ রানের পরও বড় হয়নি ঢাকার সংগ্রহ। ১৩১ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস। শেষ ওভারে হ্যাটট্রিক করেন রিপন মন্ডল এবং রাজশাহীর হয়ে ৪ উইকেট শিকার করেন আবদুল গাফফার সাকলাইন।

রান তাড়া করতে নেমে ঝড়ো শুরু করেন রাজশাহীর দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মুহাম্মদ ওয়াসিম। তোফায়েল আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারে ১৭ রান তোলেন তারা। ৩৮ রানের উদ্বোধনী জুটি ভাঙে ওয়াসিমের আউটে । ১৩ বলে ২২ রান করেন মুহাম্মদ ওয়াসিম। একই ওভারে নাসিরকে দারুণ ছক্কা হাঁকান তামিম।

তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই রাজশাহীর দলীয় রান ৬০ তুলে ফেলে । ব্যর্থ হন শান্ত, করেন ১২ বলে ৫ রান। তবে দারুণ খেলতে থাকা তামিম ফিফটি তুলে নেন মাত্র ২৯ বলে।

শেষ পর্যন্ত ইমাদ ওয়াসিমের বলে অউট হন তামিম। ৪৩ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৬ রান করেন রাজশাহী ওয়ারিয়র্সের এই তরুণ ওপেনার।

বাকি কাজটা অনায়াসেই সারেন জিমি নিশাম ও মুশফিকুর রহিম। ২৩ বল হাতে রেখেই জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স।

সংবাদটি শেয়ার করুন