ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চেয়ারম্যান পদ হারালেন ঢাবির আওয়ামীপন্থি শিক্ষক

জুলাই গণহত্যা মামলার আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ও সাবেক প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানীকে বিভাগের চেয়ারম্যানের পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

বিভাগের শিক্ষার্থী ও ডাকসুর দাবি, অভিযোগ পর্যালোচনা, আইনি মতামত ও সিএমএম আদালতে মামলা চলমান থাকায় বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান।

সোমবার বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছেন। এর আগে অধ্যাপক গোলাম রব্বানীর চেয়ারম্যান পদ বাতিল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন ডাকসু নেতারা।

অধ্যাপক গোলাম রব্বানী জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলন করেন। অনেকের অভিযোগ, শিক্ষা জীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর একাডেমিক জীবনে ক্ষতি করেছেন।

সংবাদটি শেয়ার করুন