ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসুর উদ্যোগে ঢাবিতে সান্ধ্যকালীন বাস চালু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাসরুটগুলোতে সন্ধ্যার পর নতুন ট্রিপ সংযোজন করে সান্ধ্যকালীন বাস চালু করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) ঢাবির ভিসি চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। পরবর্তীতে, ফিতা কেটে সান্ধ্যকালীন ট্রিপের উদ্বোধন করেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীরা আমাদের নেতা নির্বাচন করেনি, তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। আমাদের দায়িত্ব কাজ করে যাওয়া আর শিক্ষার্থীদের দায়িত্ব আমাদের জবাবদিহি করা। আমাদের টার্গেট হলো পলিসিগত ওয়েতে কাজ করে যাওয়া, যাতে পরবর্তীতে এখানে আর কোন কাজ করা লাগে।

ডাকসু ভিপি বলেন, আমরা যতগুলো ইশতেহার দিয়েছি সবগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বাসরুটে নতুন বাস অন্তর্ভুক্তিকরণ, কুমিল্লা পর্যন্ত বাস চালু ও ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস সার্ভিস দেওয়া সহ শিক্ষার্থীদের যত দাবি আছে, সবগুলো দাবি আমরা বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছি। শিক্ষার্থীদের যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে আমরা কাজ করছি। আমরা এমন একটা ক্যাম্পাস রেখে যেতে চাই যাতে পরবর্তীতে যারা আসবে তারা যেন একটা স্বপ্নের ক্যাম্পাস পায়।

ডাকসুর এজিএস মু. মহিউদ্দিন খান বলেন, ডাকসু নির্বাচনের আগে আমরা বলেছি শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো সমাধান করা আমাদের মূল লক্ষ্য। ডাকসুর পরে আমরা এসব মৌলিক সমস্যাবলীর সমাধানে কাজ করে যাচ্ছি। শুধু পরিবহন সেক্টরেই না, বরং প্রতিটি সেক্টরের সমস্যা সমাধানে আমরা কাজ করবো।

পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, আমরা দীর্ঘদিন যাবত পরিবহন সেক্টরে কাজ করে আসছি। আমরা একে একে সবগুলো ইশতেহার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এছাড়াও, আমরা শনিবারে বাস ট্রিপ চালু করার চেষ্টা করছি। এছাড়াও, প্রতিটি রুটে বাস বাড়ানো এবং নতুন বাস আনার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, ডাকসুর পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন আনতে যাচ্ছি। ইতোপূর্বে ঢাবির ইতিহাসে কখনো সান্ধ্যকালীন বাস ছিলো না। আমরা অনাবাসিক শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মোতাবেক এই সান্ধ্যকালীন বাস চালু করেছি।

কিঞ্চিৎ বাসরুটের সভাপতি ফাহমিদা হক বলেন,
সন্ধ্যার পরে ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের প্রোগ্রাম, ক্লাবের প্রোগ্রাম ইত্যাদি থাকে। কিন্তু বাস না থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকতে পারতো না। এই সান্ধ্যকালীন বাস চালু হওয়ায় আবাসিক শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। এজন্য আমরা ডাকসু নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

এ সময় ডাকসুর বিভিন্ন সম্পাদক, কার্যনির্বাহী সদস্য, বিভিন্ন বাসরুট কমিটির নেতৃবৃন্দসহ অনাবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মুনাজাত করে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জিলাপি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন