ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পরের ম্যাচে নিজেদের নতুন একাদশ নিয়ে নামবে রংপুর

হুট করে হোঁচট খেয়ে ব্যাকফুটে পড়েছে রংপুর রাইডার্স। প্লে-অফ যেখানে ছিল একদম নাগালের মধ্যে, এখন সেখানে পৌঁছাতে তাদেরই এখন হিসেবনিকেশ কষতে হচ্ছে। বিষয়টি হতাশার বিষয় হলেও কোচ মিকি আর্থার সমর্থকদের জন্য দিলেন সুখবর।

সিলেট পর্বে রংপুরের আর ম্যাচ নেই। ঢাকা পর্বে দল নাকি নামবে সেরা কম্বিনেশন নিয়ে। সিলেট পর্বে হার দিয়ে শেষ করে এমনটিই জানান রংপুরের প্রধান কোচ আর্থার।

তিনি বলেন, ‘যতটা ভালো খেলা দরকার আমরা ততটা খেলতে পারিনি বরং খুবই খারাপ খেলেছি। এজন্যই আমরা টানা তিনটি ম্যাচ হেরেছি। বেসিকের অভাব, পরিস্থিতি বুঝতে না পারা এসবই আমার বেশি খারাপ লেগেছে। হ্যাঁ আমাদের ভালো খেলোয়াড় আছে, এবং তাদের জ্বলে ওঠার জন্য দায়িত্বটা আমাকেই নিতে হবে। আমরা জ্বলে উঠতে পারলে খুবই ভালো দল। তবে সেটা মাঠে দেখাতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটা আসলে আত্মবিশ্বাসের ব্যাপার। পাঁচ ম্যাচ শেষে আমরা উড়ছিলাম। এরপর কিছু ম্যাচ হেরে আবার চাপ তৈরি হয়।’

রংপুর বরাবরই তারকা বিদেশি এবং বড় বড় খেলোয়ার দলে ভেড়ায়। এবার তারা ফর্মে না থাকায় হ্যাটট্রিক হার বরণ করতে হলো কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, তাদের অফ ফর্ম একটা বড় কারণ। তারা অবশ্য চেষ্টা করছে, হয়ত প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছে না। পরের ম্যাচে আমাদের সেরা দল নিয়ে একাদশ থাকবে এবং তা টুর্নামেন্টের শেষ পর্যন্ত। আশা করি ট্রফিও আমরাই জিতবো। তবে এই কন্ডিশনে কাজটা কঠিন। এই ব্যাটিং অর্ডার, সেরা কম্বিনেশন- কাজটা সহজ নয়। ঢাকায় গেলে আমরা ফাহিম আশরাফকে ফিরে পাব, দলে পরিপূর্ণ ভারসাম্য আসবে। ১৬ তারিখ আমাদের সেরা দলটা খেলবে। আশা করি তখন ভালো খেলা হবে এবং জয়ের দেখা পাবো।’

সংবাদটি শেয়ার করুন