ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই করে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিলের তৃতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দিনে ৭০ জনের আপিল শুনানির পর ৪১ জনের প্রার্থিতা ফিরেয়ে দিয়েছে ইসি।
আজ সোমবার নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়।
ইসি সূত্র অনুযায়ী, আজ ৭০ জনের আপিল শুনানিতে রাখা হয়। এর মধ্যে আজ ৪০ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয়া হয়েছে এর বাইরে গতকালের একটি আপিল মঞ্জুর করা হয়েছে। তৃতীয় দিনে ২৩টি আবেদন নামঞ্জুর করে ইসি। এছাড়াও ৫টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে।
এ নিয়ে তিন দিনে ১৫০ জন প্রার্থী আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন। ১৮ জানুয়ারী পর্যন্ত চলবে আপিল শুনানি।




