ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টস হেরে বোলিংয়ে রাজশাহী, শুরুতেই ৩ উইকেট ঢাকার-দেখুন সরাসরি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ২৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকার অধিনায়ক। তবে রাজশাহীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ঢাকা ক্যাপিটালস। ইনিংসের ৯.৪ ওভার শেষে ঢাকার সংগ্রহ ৬৮ রান, হাতে আছে আর ৭টি উইকেট।

ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের সুবিধা পুরোপুরি নিতে পারেনি ঢাকা। রাজশাহীর পেসারদের তোপে শুরুতেই ওপেনারদের সাজঘরে ফিরতে হয়। তবে মিডল অর্ডারে দ্রুত রান তোলার চেষ্টা করছেন ব্যাটাররা। বর্তমানে ক্রিজে থাকা দুই ব্যাটার ইনিংস মেরামতের পাশাপাশি রানের গতি সচল রাখার চেষ্টা চালাচ্ছেন।

টস হারলেও বোলিংয়ে দারুণ সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। আঁটসাঁট বোলিংয়ের মাধ্যমে ঢাকার ব্যাটারদের বড় শট খেলা থেকে বিরত রাখছেন রাজশাহীর বোলাররা। বিশেষ করে স্পিনাররা মাঝের ওভারগুলোতে রানের চাকা চেপে ধরেছেন।

৯.৪ ওভারে ৬৮ রান তোলা ঢাকার জন্য এখন বড় লক্ষ্য হলো অন্তত ১৭০-১৮০ রানের একটি পুঁজি সংগ্রহ করা। সিলেটে রাতের ম্যাচে শিশির একটি বড় ফ্যাক্টর হতে পারে, তাই বড় স্কোর গড়তে না পারলে পরবর্তীতে ফিল্ডিংয়ে বিপদে পড়তে পারে ঢাকা।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

 

সংবাদটি শেয়ার করুন