আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের ভ্যানু ভারতে। তবে সম্প্রতি দুই দেশের সম্পর্কে ব্যাপক অবনতি হওয়ায় অনিশ্চিত গ্রুপ পর্বের এই ম্যাচগুলো। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে একধিকবার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি প্রেরিত সর্বশেষ চিঠির জবাবে আইসিসিও নিরাপত্তা শঙ্কার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে মুস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থকলেও আসর শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। বোর্ডের নির্দেশ মেনে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি।
মুস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতেতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এরপরই নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে একাধিক চিঠি দেয় বিসিবি।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসি’র যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন। সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে।’
আইসিসির নিরাপত্তা দল জানায়, বাংলাদেশ দলে মুস্তজিফ থাকলে ভারতে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।
আসিফ নজরুল বলেন, ‘প্রথমত, বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। দ্বিতীয়, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছেন উনারা যদি বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করে আর তৃতীয় হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’




