ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রিয়ালকে হারিয়ে সুপার কাপে যত টাকা পেল বার্সেলোনা

রিয়াল মাদ্রিদকে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারিয়ে রেকর্ড ১৬তম শিরোপায় নিজেদের নাম লিখে নিলো বার্সেলোনা। ফাইনালে বার্সেলোনা রিয়ালকে ৩–২ গোলে পরাজিত করে। এ নিয়ে টানা দুই বার বার্সেলোনার কাছে ফাইনালে হারল মাদ্রিদ।

পাশাপাশি নতুন মৌসুমে বার্সেলোনার প্রথম শিরোপা জয় এটি। স্প্যানিশ সুপার কাপের এই শিরোপা জিতে স্মারক হিসেবে শুধু ট্রফিই না পাশাপাশি পেয়েছেন বড় অঙ্কের অর্থ।

স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও এএস জানিয়েছে, স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবার ক্লাবগুলোর জন্য পুরস্কারের অঙ্কটা অনেক বাড়িয়েছেন। গত মৌসুমে মোট পুরস্কারের অঙ্কটা ছিল প্রায় ১ কোটি ৯০ লাখ ইউরো, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ইউরোতে। শিরোপা জয়ের ইতিহাস, আন্তর্জাতিক সাফল্য ও পারফরম্যান্স বোনাস সব মিলিয়ে এই অর্থ বণ্টন করা হয়।

প্রথম ধাপে খেলায় অংশগ্রহণকরা চার দলকে ভ্রমণ ভাতা হিসেবে ১ কোটি ৬৩ লাখ ইউরো দেওয়া হয়েছে। গত মৌসুমে এই অঙ্ক ছিল আরও কম অর্থাৎ ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ইউরো। যার মধ্যে রিয়াল মাদ্রিদ পেয়েছিল ৬১ লাখ ৫০ হাজার ইউরো, বার্সেলোনা ৬০ লাখ, অ্যাথলেটিক ক্লাব ২০ লাখ আর মায়োর্কা ৮ লাখ ৫০ হাজার ইউরো। এবার বণ্টন কিছুটা ভারসাম্যপূর্ণ হলেও বড় অংশ আবারও গেছে রিয়াল ও বার্সেলোনার ক্লবেই।

গত মৌসুমে পুরস্কার বাবদ রাখা হয়েছিল ৪০ লাখ, এবার তা বাড়িয়ে করা হয়েছে ৫০ লাখ ইউরো। আগের আসরে সেমিফাইনাল জিতে রিয়াল ও বার্সা পেয়েছিল ১০ লাখ ইউরো করে, আর ফাইনাল জিতে বার্সা পেয়েছিল আরও ২০ লাখ ইউরো। রানার্সআপ ও সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের জন্য কিছু ছিল না।

তবে এবার দেখা গেছে ভিন্ন চিত্র, সব দলের জন্য কিছু না কিছু রাখা হয়েছে। চ্যাম্পিয়ন হিসেবে বার্সেলোনা এবারও পেয়েছে ২০ লাখ ইউরো। রানার্সআপ রিয়াল মাদ্রিদ পেয়েছে ১৪ লাখ ইউরো। সেমিফাইনালে হারা আতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব পেয়েছে ৮ লাখ ইউরো করে। যার ফলে এবার স্প্যানিশ সুপার কাপের আর্থিক বণ্টনেও ছিল ভারসাম্যের ছোঁয়া।

তবে এই অর্থপ্রাপ্তি শুধু মাঠে খেলা চার দলের মধ্যেই সীমাবদ্ধ। পুরো টুর্নামেন্ট ঘিরে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) মোট আয় করেছে প্রায় ৫ কোটি ১০ লাখ ইউরো। এই রাজস্ব এসেছে মূলত তিনটি উৎস থেকে স্পনসরশিপ, সম্প্রচারস্বত্ব এবং সৌদি আরবের সঙ্গে করা ৪ কোটি ইউরোর দীর্ঘমেয়াদি চুক্তি। যার বড় অংশই ব্যয় করা হবে ফুটবলের উন্নয়নে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে। মোট অর্থের মধ্যে ২ কোটি ৬০ লাখ ইউরো বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে।

 

সংবাদটি শেয়ার করুন