ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন–২০২৬ রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার গুলশানের রেনিসেন্স ঢাকা হোটেলে আয়োজিত এই সম্মেলনে কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল, লক্ষ্য ও দিকনির্দেশনা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোস্তফা কামাল। তিনি বিমা খাতের সম্ভাবনা তুলে ধরে বলেন, সুশাসন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে বিমা কোম্পানিগুলো টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারে।

অনুষ্ঠানে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক বিউটি আক্তার, তাহমিনা বিনতে মোস্তফা, তায়েফ বিন ইউসুফ, তানজিমা বিনতে মোস্তফা, ওয়াসিকুর রহমান, তাসনিম বিনতে মোস্তফা, রাশিক আলম চৌধুরী ও মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা)। পাশাপাশি প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সানা উল্লাহ্।

সম্মেলনে ২০২৫ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জনের স্বীকৃতি হিসেবে কোম্পানির বিভিন্ন শাখা প্রধানদের পুরস্কৃত করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের জন্য নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে কোম্পানির ব্যবসা আরও সম্প্রসারণ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন চেয়ারম্যান মোস্তফা কামাল। তিনি শৃঙ্খলা, স্বচ্ছতা ও গ্রাহক আস্থা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়ার নির্দেশনা দেন।

সংবাদটি শেয়ার করুন