ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ মাঠে দেখা যাবে না তাসকিনকে, কিন্তু কেন ?

চলমান বিপিএল সালে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন তাসকিন আহমেদ। তবে গত রোববার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে দেখা যায়নি এই তারকা পেসারকে। মূলত চোটের কারণে আপাতত তিনি খেলার যোগ্য অবস্থায় নেই। ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন নিশ্চিত করেছেন, তাসকিনের চোট গুরুতর নয়।

নোয়াখালীর বিপক্ষে ঢাকা সর্বশেষ ম্যাচে হেরেছে। ম্যাচ শেষে মিঠুন বলেন, তাসকিনকে একাদশে রাখার কথা বিবেচনাতেই ছিলেন না। তিনি আরও জানান, তাসকিন সিলেটে নেই এবং ফিজিওর পরামর্শে ঢাকায় চলে গেছেন। মিঠুন বলেন, “এটা ফিজিওর কনসার্ন। ও এখন খেলার মতো অবস্থায় নেই। একটু বিরতি দরকার। স্ক্যান করানোর জন্য ঢাকায় চলে গেছে। ও ছিল না বলেই খেলেনি।”

ঢাকার আজ (সোমবার) আরও একটি ম্যাচ রয়েছে। মিঠুন জানান, প্রত্যাশিতভাবে তাসকিন এই ম্যাচেও খেলবেন না। তিনি বলেন, “আসলে এটা ফিজিও বলতে পারবে। আনঅফিসিয়ালি যতটুকু জানি, ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে, যদি খারাপ কিছু না হয়। ওর হাঁটুর একটু সমস্যা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন