ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে নি’হত অন্তত ১৯২ জন: মানবাধিকার সংস্থা

সম্প্রতি ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে ১৯২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা। সংস্থাটি জানিয়েছে, তারা কমপক্ষে ১৯২ জন আন্দোলনকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

তবে কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকার কারণে এই সংখ্যা যাচাই করে নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

ইরানিয়ান এই মানবাধিকার সংস্থাটি সতর্ক করেছে যে নিহতের এই সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইরানিয়ান এই মানবাধিকার সংস্থাটি আরো জানিয়েছে যে, মৃত্যুর সংখ্যা শত শত এবং সম্ভবত দুই হাজারেরও বেশি হতে পারে।

ক্রমাগত আন্দোলনকারীদের হত্যার সংখ্যা বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইরানিয়ান এই মানবাধিকার সংস্থা। একইসাথে বন্দিদের ব্যাপকভাবে মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন