ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের পর জাপান সফরে যাচ্ছেন ড. ইউনূস

নির্বাচনের পর জাপানের বিখ্যাত ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মার্চের তৃতীয় সপ্তাহে জাপানে যাওয়ার কথা তার।

রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রধান উপদেষ্টার কাছে তাঁর নির্বাচন পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান আকি আবে। এর জবাবে প্রধান উপদেষ্টা তিনটি বিশেষ ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান বলে জনিয়েছেন উপপ্রেস সচিব।

উপপ্রেস সচিবের ভাষ্যমতে, নির্বাচনের পর ড. ইউনুস দেশের নারী বা ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সহায়তার পাশাপাশি প্রবাসীরাও যাতে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাঁদের পরিবারের খোঁজখবর রাখতে পারেন সে জন্য জন্য ডিজিটাল হেলথ কেয়ার নিয়ে কাজ করবেন। এ ছাড়া তিনি তরুণ উদ্যোক্তা তৈরি এবং তিন শূন্য নিয়ে কাজ করার কথা জানিয়েছেন।

সাসাকাওয়া ফাউন্ডেশন বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকে, বিশেষ করে, সমুদ্রবিষয়ক গবেষণায় তাদের বিশেষ খ্যাতি রয়েছে। মূলত ফাউন্ডেশনটির একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপান যাবেন ড. ইউনুস। এই সফরে সমুদ্রসম্পদ ও ব্লু-ইকোনমি নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে প্রধান উপদেষ্টা আলোচনা করবেন বলে জানিয়েছেন উপপ্রেস সচিব।

সংবাদটি শেয়ার করুন