শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জ। জার্মান জিওসাইন্স রিসার্চ সেন্টার (জিএফজি) জানিয়েছে, শনিবার (১০ জানুয়ারি) অনুভূত হওয়া ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৮। এবং এর কেন্দ্রস্থল ছিল প্রায় ৭৭ কিলোমিটার গভীরে।
স্থানীয় ভূতাত্ত্বিক সংস্থা বিকেএমজি জানায়, তারা ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে, যার গভীরতা মাত্র ১৭ কিলোমিটার। তবে কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের পর কয়েকটি ছোট কম্পনও অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্প সুনামি সৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর সুলাওয়েসির প্রান্তে অবস্থিত মানাডো শহরে অনেকেই ভূমিকম্পটি অনুভব করেছেন বলেও জানা গেছে।




