ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হ্যাঁ’ ভোট গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ রোববার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করুন। আপনারা চাইলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।”

তিনি আরও প্রশ্ন ছুঁড়ে বলেন, “আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত দেশ চান? ছেলে-মেয়েরা যেন ভালো শিক্ষা ও চাকরি পায়, স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়—এগুলো কি চান?” হাসনাত আবদুল্লাহ বলেন, “আমাদের আগে দুর্নীতি বন্ধ করতে হবে। যেমন একটি ফাটার ট্যাঙ্কিতে যতই পানি দিন, লাভ হবে না। এখানেই আমাদের দেশে দুর্নীতির চিত্র। যদি আমরা দুর্নীতির বন্ধ করি, দেশের জনগণও সঠিকভাবে উপকৃত হবে। এবারের নির্বাচন হবে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন। ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোরও এটি সুযোগ।”

তিনি যোগ করেন, “আমাদের কোনো গুন্ডা-পান্ডা নেই। আমাদের পক্ষ থেকে কেউ ফোন দিয়ে ভয় দেখায়নি, বা প্রোগ্রামে আসতে বাধ্য করে না। আমরা ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে জনগণের কাছে পৌঁছাচ্ছি। প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইব, কারণ ভোট ভিক্ষা করা চুরি বা দুর্নীতির চেয়ে বেশি সম্মানের কাজ। মানুষ আমাদের সৎ মনে করছে, তাই সাহায্য দিচ্ছে—খাবার, নগদ, সবজি বা দুধ নিয়ে আসছে। আমরা খোলাখুলি আমাদের পরিকল্পনা প্রকাশ করছি।”

শেষে হাসনাত আবদুল্লাহ সাধারণ জনগণকে এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান এবং তরুণ প্রজন্মসহ সকলকে মাঠে নামার অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন