শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার প্রভাব পড়েছে পেঁয়াজ-রসুন-আদার বাজারে

করোনাভাইরাসের প্রভাবে ধস নেমেছে চীনের অর্থনীতিতে। সেই প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক এবং দেশের বাজারেও। এর প্রভাবে সরবরাহের ঘাটতি দেখিয়ে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১০ টাকা, রসুন ৩০ টাকা এবং আদার দাম বেড়েছে ২০ টাকা করে।

ভারত থেকে আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর মিয়ানমার এবং চীনই হয়ে উঠেছিল বাংলাদেশের ভরসা। এছাড়া আদা এবং রসুনের জন্য বাংলাদেশের মূল বাজারই হচ্ছে চীন। কিন্তু করোনা ভাইরাসের কারণে দস নেমেছে চীনের পণ্য সরবরাহ ব্যবস্থায়।

চীন থেকে জাহাজ আসা বন্ধ থাকায় প্রতিদিনই বাড়ছে আদা-রসুন ও পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে তা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এছাড়া ১৪০ টাকার রসুন ১৭০ টাকা এবং ১১০ টাকার আদা ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  আজকের স্বর্ণ-রুপার দাম

সংবাদটি শেয়ার করুন